Maa Durga Stotras: মাদূর্গার স্তোত্র, প্রণাম, ধ্যান মন্ত্র

Maa Durga Stotra

আমাদের উচিৎ প্রত্যেকদিন মনোযোগ সহকারে মাদূর্গার  মন্ত্র অথবা স্তোত্র(Stotras Dhyan Mantras) পাঠ করা।  এই জগতের অধিষ্টাত্রী দেবী হচ্ছেন মাদুর্গা। এই জগৎ সংসারকে একটি দুর্গের মতো করে ব্যাখ্যা করা হয়েছে। এই দুর্গের রক্ষাকর্তা হচ্ছেন মাদুর্গা। 

দেবীপূরণে এবং শাস্ত্রে উল্লেখ আছে যে মাদূর্গার ধ্যান, পূজা ও জপ করলে জীবনের দুঃখ-বাঁধা বিপদ কেটে যায়। মাদূর্গাকে বিনাশকারী, বিপদতারিনী রূপেও পূজা করা হয়। ইনি অসুর বিনাশ করেন। নিত্য মাদূর্গার নাম, স্তোত্র (Stotras Dhyan Mantras) পাঠ করলে আমাদের মনের অসুরের ও বিনাশ হয়।

Table of Contents

দূর্গা মন্ত্র পাঠে (Stotras Dhyan Mantras) করো সফল জীবন

|| দূর্গা মূলমন্ত্র ||

ওঁ দুর্গায়ৈ নমঃ।

ওঁ দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা।

|| দূর্গা ধ্যান মন্ত্র (সংক্ষিপ্ত) ||

সিংহস্থাশশিশেখরা মরকতপ্রখ্যা চতুর্ভিভূজৈ, শংঙ্খং চক্রধনুঃশরাংশ্চদধতী-নেত্রৈস্তিভিঃ শোভিতা। আমুক্তাঙ্গদহারকঙ্কণরণৎকাঞ্চীক্কণন্নুপুরা, দুর্গা দুর্গতিহারিণী ভবতু বো রত্নোল্লসৎকুণ্ডলা।।

|| জয়র্গার ধ্যান মন্ত্র(Stotras Dhyan Mantras) ||

জয়র্গা

ওঁ কালালাভাৎ কটাক্ষৈররিকুল-ভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং,

শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুস্ বহন্তীৎ ত্রিনেত্রাম্।

সিংহস্কন্ধাধিরূঢ়াৎ ত্রিভুবনমখিলং তেজসাপুরয়ন্তীং,

ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিরতাৎ সেবিতাং সিদ্ধিকামৈঃ ।।

|| শীতলামার ধ্যান মন্ত্র ||

ওঁ শ্বেতাঙ্গীং রাসভস্থাৎ করযুগবিলসম্মার্জনীপূর্ণকুন্তাৎ,

মার্জ্জন্যা পূর্ণকুন্তাদমৃতময়জলং তাপশান্ত্যৈ ক্ষিপন্তীম্।

দিগবস্থাৎ মুদ্ধিন সুর্পাৎ কনকমণিগণৈভূষিতাঙ্গীং ত্রিনেত্রাং,

বিস্ফোটাদ্যগ্রতাপপ্রশমনকরণীৎ শীতলাং তাং ভজামি ।।

|| শীতলামার প্রণাম মন্ত্র(Stotras Dhyan Mantras) ||

শীতলামা

ওঁ নমামি শীতলাং দেবীং রাসভস্থাৎ দিগম্বরীম্।

মার্জনীকলসোপেতাং সুর্পালস্কৃতমস্তকাম্ ।।

শীতলে ত্বং জগন্মাতা শীতলে ত্বং জগৎপিতা।

শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায়ৈ নমো নমঃ ।।

|| মঙ্গলচণ্ডীর ধ্যান মন্ত্র(Stotras Dhyan Mantras) ||

ওঁ বৈষা ললিতকান্তাখ্যা দেবীমঙ্গলচণ্ডিকা।

বরদাভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা ।।

রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জল-মণ্ডিতা।

রক্তকৌধেয়বসনা স্মিতবক্তা শুভাননা।

নবযৌবন-সম্পন্না চার্ব্বঙ্গী ললিতপ্রভা ৷৷

|| দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র(Stotras Dhyan Mantras) ||

দক্ষিণাকালী

ও করালবদনাৎ ঘোরাৎ মুক্তকেশীং চতুর্ভুজাম্। 

কালিকাং দক্ষিণাৎ দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্।

সদ্যচ্ছিন্নশিরঃ-খড়গ-বামাধোর্থ করাযুজাম্। 

অভরৎ বরদঞ্চৈব দক্ষিণোন্ধাধ-পাণিকাম্ । 

মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। 

কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্ ॥ 

কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাম্। 

ঘোরদংষ্ট্রাৎ করালাম্ব্যাং পীনোন্নতপয়োধরাম্ ।। 

শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীৎ হসম্মুখীম্। 

স্বকন্বয়-গলদ্রক্ত-ধারা-বিস্ফুরিতাননাম্ ।। 

ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীম্। 

বালার্ক মণ্ডলাকার লোচনত্রিতয়ান্বিতাম্ ।। 

দস্তুরাং দক্ষিণব্যাপি লম্বমান-কচোচ্চরাম্। 

শবরূপ-মহাদেব হৃদয়োপরি-সংস্থিতাম্।। 

শিবাভির্থোররাবাভিশ্চতুদিকু সমন্বিতাম্। 

মহাকালেন চ সমং বিপরীত-রতাতুয়াম্ ।। 

সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোঝহাম্। 

এবং সঞ্চিন্তরেৎ কালীৎ ধৰ্ম্মকাম-সমৃদ্ধিদাম্।।

প্রকারাম্ভর

(যাঁহারা ‘ক্রীৎ’ এই একাক্ষর বীজমন্ত্রে দীক্ষিত হইয়াছেন, তাঁহারা এই মন্ত্র বলিয়া কালীর ধ্যান করিবেন।)

ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাৎ বরপ্রদাম্। 

হাহ্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপাল-কর্তৃকাকরাম্ ।। 

মুক্তকেশীং ললজ্জিহবাং পিবন্তীৎ রুধিরং মুহুঃ। 

চতুর্ব্বাহু-সমাযুক্তা। বরাভয়করাং স্মরেৎ।।

|| পুষ্পাঞ্জলি মন্ত্র (Stotras Dhyan Mantras) ||

ওঁ আয়ুৰ্দ্দেহি যশো দেহি ভাগাৎ ভগবতি দেহি মে। 

পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাংশ্চ দেহি মে ।। 

দুর্গোত্তারিণি দুর্গে ত্বং সর্ব্বাশুভ-নিবারিণি। 

ধর্মার্থমোক্ষদে দেবি নিত্যৎ মে বরদা ভব ।। 

কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। 

ধৰ্ম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্ত তে।।

প্রণাম মন্ত্র মন্ত্র

প্রত্যেক শক্তিমূর্তিকেই এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে পারা যায় এবং একইভাবে সকলেরই প্রণাম মন্ত্র এক হয়।

|| অন্নপূর্ণার ধ্যান মন্ত্র (Stotras Dhyan Mantras) ||

ওঁ রক্তাৎ বিচিত্রবসনাং নবচন্দ্রচূড়া-মন্ত্রপ্রদান-নিরতাৎ স্তনভারনম্রাম্। 

নৃত্যন্ত-মিন্দুশকলাভরণং বিলোক্য হৃষ্টাং ভজে ভগবতীৎ ভবদুঃখহন্ত্রীম্ ।।

|| জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র(Stotras Dhyan Mantras) ||

জগদ্ধাত্রী

ওঁ সিংহস্কন্ধাধিসংরূঢ়াৎ নানালঙ্কারভূষিতাম্। 

চতুর্ভুজাং মহাদেবীং নাগবজ্ঞোপবীতিনীম্ ॥ 

শঙ্খ-শাঙ্গ-সমাযুক্ত-বামপাণিদ্বয়ান্বিতাম্। 

চক্রঞ্চ পঞ্চবাণাংশ্চ ধারয়ন্তীঞ্চ দক্ষিণে।। 

রক্তবস্ত্রপরীধানাং বালার্কসদৃশীতনুম্। 

নারদালৈমুনিগণৈঃ সেবিতাং ভবসুন্দরীম্।। 

ত্রিবলীবলয়োপেত-নাভিনালমৃণালিনীম্। 

রত্নদ্বিপময়দ্বীপে সিংহাসন-সমন্বিতে। 

প্রফুল্ল-কমলারূঢ়াৎ ধ্যায়েতাং ভবগেহিনীম্।।

|| সপ্তশ্লোকী দুর্গা (Stotras Dhyan Mantras) ||

শিব উবাচ

দেবি ত্বং ভক্তসুলভে সর্বকার্যবিধায়িনী। কলৌ হি কার্যসিন্ধ্যর্থমুপায়ং ব্রহি যত্নতঃ।।

দেব্যুবাচ শৃণু দেব প্রবক্ষ্যামি কলৌ সর্বেষ্টসাধনম্। ময়া তবৈব স্নেহেনাপ্যদ্বাস্তুতিঃ প্রকাশ্যতে।।

ও অস্য শ্রীদুর্গাসপ্তশ্লোকীস্তোত্রমন্ত্রস্য নারায়ণ ঋষিঃ, অনুষ্টুপ্ ছন্দঃ, শ্রীমহাকালীমহালক্ষ্মীমহাসরস্বত্যো দেবতাঃ, শ্রীদুর্গাপ্রীত্যর্থঃ সপ্তশ্লোকীদুর্গাপাঠে বিনিয়োগঃ।

ওঁ জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হিসা। বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রযচ্ছতি। ১ ॥

দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ,

স্বস্থৈঃ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি। দারিদ্র্যদুঃখভয়হারিণি কা ত্বদন্যা,

সর্বোপকারকরণায় সদার্দ্রচিত্তা৷ ২ ৷৷

সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্ত তে৷৷ ৩।৷

শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে

সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোহস্তু তে৷৷৪।৷

 সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে। ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তু তে। ৫।৷

রোগানশেষানপহংসি তুষ্টা রুষ্টা তু কামান্ সকলানভীষ্টান।

ত্বামাশ্রিতানাং ন বিপন্নরাণাং ত্বামাশ্রিতা সর্বাবাধাপ্রশমনং এবমেব ত্বয়া হ্যাশ্রয়তাং প্রয়ান্তি। ৬ ॥ 

ত্রৈলোক্যস্যাখিলেশ্বরি। কার্যমস্মদ্বৈরিবিনাশনম্।। ৭ ॥

|| দুর্গা শ্রীসপ্তশ্লোকীর বঙ্গানুবাদ ||

দেবাদিদেব মহাদেব বললেন- হে দেবি! তুমি ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের বিধানকারিণী। কলিযুগে কামনাপূরণের যদি কোনও উপায় থাকে, তবে তোমার বাণীদ্বারা সম্যভাবে তা বলো।

দেবী পার্বতী বললেন- হে দেব! আমার ওপরে আপনার অসীম স্নেহ। কলিযুগে সর্বকামনা সিদ্ধির যে সাধন; তা আমি বলছি, শুনুন। তার নাম হল ‘অস্বাস্তুতি’।

ওঁ এই দুর্গাসপ্তশ্লোকী স্তোত্রের ঋষি হলেন নারায়ণ, ছন্দ অনুষ্টুপ, শ্রীমহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী হলেন দেবতা; শ্রীদুর্গার প্রীত্যর্থে সপ্তশ্লোকী দুর্গাপাঠে এর বিনিয়োগ করা হয়।

এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন। ।।১৷৷

হে মা দুর্গা! আপনি স্মরণমাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং স্বস্থ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন। দুঃখ, দারিদ্রদ্র্য ও ভয়হারিণী দেবি! আপনি ছাড়া দ্বিতীয়া কে আছেন যার চিত্ত সকলের উপকার করার জন্য সততই দয়াদ্র। ।।২।।

নারায়নী! আপনি সর্বপ্রকার মঙ্গলপ্রদানকারী মঙ্গলময়ী, কল্যাণদায়িণী শিবা। আপনি সর্ব পুরুষার্থ সিদ্ধিদায়িনী, শরণাগতবৎসলা, ত্রিনয়নী গৌরী। আপনাকে প্রণাম।  ।।৩।।

শরণাগত, দীন এবং পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারিণী নারায়ণী দেবি! আপনাকে প্রণাম। ।।৪।।

সর্বস্বরূপা, সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তিসম্পন্না দিব্যরূপা দেবি দুর্গে! সকল ভয় থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। ।।৫।।

হে দেবি! আপনি প্রসন্ন হলে সর্বব্যাধি দূর করে দেন, আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সব কামনা নাশ করে দেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে, তাদের কাছে বিপদ কখনও আসে না। আপনার শরণগ্রহণকারী ব্যক্তি অপরের শরণদাতা হন। ।।৬৷ ৷

হে সর্বেশ্বরি! আপনি এরূপে তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন। ।।৭।।

-সমাপ্ত-

|| দুর্গা দেবীকবচ (Stotras Dhyan Mantras) ||

Maa Durga

ওঁ অস্য শ্রীচণ্ডীকবচস্য ব্রহ্মা ঋষিঃ, অনুষ্টুপ্ ছন্দঃ, চামুণ্ডা দেবতা, অঙ্গন্যাসোক্তমাতরো বীজম্, দিগ্বন্ধদেবতাস্তত্বম্, শ্রীজগদম্বাপ্রীত্যর্থে সপ্তশতীপাঠাঙ্গত্বেন জপে বিনিয়োগঃ।

|| ওঁ নমশ্চণ্ডিকায়ৈ ||

**মার্কণ্ডেয় উবাচ**

ওঁ যদ্ গুহ্যং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম্। যন্ন কস্যচিদাখ্যাতং তন্মে রূহি পিতামহ।। ১ ৷৷ 

ব্রহ্মোবাচ অস্তি গুহ্যতমং বিপ্র সর্বভূতোপকারকম্। দেব্যাস্ত কবচং পুণ্যং তৎ শৃণুষ মহামুনে৷৷ ২৷৷ 

প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী। তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কৃষ্মাণ্ডেতি চতুর্থকম্ ॥ ৩॥

পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা। সপ্তমং কালরাত্রীতি মহাগৌরীতি চাষ্টমম্ ॥ ৪ ॥

নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গাঃ প্রকীর্তিতাঃ। উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা।। ৫ ।।

অগ্নিনা দহ্যমানস্তু শত্রুমধ্যে গতো রণে। বিষমে দুর্গমে চৈব ভয়ার্তাঃ শরণং  গতাঃ। ৬ ৷৷

ন তেষাং জায়তে কিঞ্চিদশুভং রণসঙ্কটে। নাপদং তস্য পশ্যামি শোকদুঃখভয়ং ন হি॥৭॥

যৈন্তু ভক্ত্যা স্মৃতা নূনং তেষাং বৃদ্ধিঃ প্রজায়তে। যে ত্বাং স্মরন্তি দেবেশি রক্ষসে তান্ন সংশয়ঃ ৷৷ ৮ ৷৷ 

প্রেতসংস্থা তু চামুণ্ডা বারাহী মহিষাসনা। ঐন্দ্রী গজসমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা। ৯ ৷৷ 

মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখিবাহনা। লক্ষ্মীঃ পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া। ১০৷৷ 

শ্বেতরূপধরা দেবী ঈশ্বরী বৃষবাহনা।ব্রাহ্মী হংসসমারূঢ়া সর্বাভরণভূষিতা। ১১ ৷৷

।। শ্রীশ্রীদুর্গাসপ্তশতী (Stotras Dhyan Mantras) ||

মেধা ঋষি কর্তৃক রাজা সুরথ ও সমাধিকে ভগবতীর মহিমা বর্ণন প্রসঙ্গে মধুকৈটভ বধ সংবাদ বিনিয়োগঃ

ওঁ অস্য শ্রীপ্রথমচরিত্রস্য ব্রহ্মা ঋষিঃ, মহাকালী দেবতা, গায়ত্রী ছন্দঃ, নন্দা শক্তিঃ, রক্তদন্তিকা বীজম্, অগ্নিস্তত্বম্, ঋগ্বেদঃ স্বরূপম, শ্রীমহাকালীপ্রীত্যর্থে প্রথমচরিত্রজপে বিনিয়োগঃ।

**ধ্যানম্**

ওঁ খাং চক্র-গদেষু-চাপ-পরিঘান্ শূলং ভুশুণ্ডীং শিরঃ শঙ্খং সন্দধতীং করৈস্ত্রিনয়নাং সর্বাঙ্গভূষাবৃতাম্। নীলাম্মদ্যুতিমাস্য-পাদদশকাং সেবে মহাকালিকাং যামস্তৌৎ স্বপিতে হরৌ কমলজো হন্ত্রং মধুং কৈটভম্। ৷৷১৷৷

।। ওঁ নমশ্চণ্ডিকায়ৈ (Stotras Dhyan Mantras) ||

নমশ্চণ্ডিকায়ৈ

সাবর্ণিঃ সূর্যতনয়ো যো মনুঃ কথ্যতেহষ্টমঃ।

নিশাময় তদুৎপত্তিং বিস্তরাদ্ গদতো মম।॥২॥ 

মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপঃ।

স বভূব মহাভাগঃ সাবর্ণিস্তনয়ো রবেঃ ৷৷৩৷৷

স্বারোচিষেহন্তরে পূর্বং চৈত্রবংশসমুদ্ভবঃ।

সুরথো নাম রাজাহভূৎ সমস্তে ক্ষিতিমণ্ডলে ॥৪॥

তস্য পালয়তঃ সম্যক্ প্রজাঃ পুত্রানিবৌরসান্। 

বড়বুঃ শত্রবো ভূপাঃ কোলাবিধ্বংসিনন্তদা ॥৫॥

তস্য তৈরভবদ্ যুদ্ধমতিপ্রবলদণ্ডিনঃ। 

ন্যূনৈরপি স তৈযুদ্ধে কোলাবিধ্বংসিভির্জিতঃ ।।৬।।

ততঃ স্বপুরমায়াতো নিজদেশাধিপোহভবৎ।

 আক্রান্তঃ স মহাভাগন্তৈস্তদা প্রবলারিভিঃ ।।৭৷৷

অমাত্যৈর্বলিভিদুষ্টৈদুর্বলস্য দুরাত্মভিঃ। 

কোষো বলঞ্চাপহৃতং তত্রাপি স্বপুরে ততঃ ।।৮।।

ততো মৃগয়াব্যাজেন হৃতস্বাম্যঃ স ভূপতিঃ।

একাকী হয়মারুহ্য জগাম গহনং বনম্৷ ।।৯।।

স তত্রাশ্রমমদ্রাক্ষীদ্ দ্বিজবর্যস্য মেধসঃ।

প্রশান্তশ্বাপদাকীর্ণং মুনিশিষ্যোপশোভিতম্ ।।১০।।

তস্থৌ কঞ্চিৎ স কালঞ্চ মুনিনা তেন সৎকৃতঃ।  

ইতশ্চেতশ্চ বিচরংস্তস্মিন্ মুনিবরাশ্রমে ।।১১।।

সোহচিন্তয়ত্তদা তত্র মমত্বাকৃষ্টচেতনঃ 

মৎপূর্বেঃ পালিতং পূর্বং ময়া হীনং পুরং হি তৎ ।।১২।।

মদ্‌ভৃত্যৈস্তৈরসদৃত্তৈর্ধর্মতঃ পাল্যতে নবা। 

ন জানে স প্রধানো মে শূরহস্তী সদামদঃ ।।১৩।।

মম বৈরিবশং যাতঃ কান্ ভোগানুপলপ্স্যতে। 

যে মমানুগতা নিত্যং প্রসাদ-ধন-ভোজনৈঃ।। ১৪।। 

অনুবৃত্তিং ধ্রুবং তেহদ্য কুর্বন্ত্যন্যমহীভূতাম্। 

অসম্যগ্‌ ব্যয়শীলৈস্তৈঃ কুর্বদ্ভিঃ সততং ব্যয়ম্ ।।১৫।।

সঞ্চিতঃ সোহতিদুঃখেন ক্ষয়ং কোষো গমিষ্যতি। 

এতচ্চান্যচ্চ সততং চিন্তয়ামাস পার্থিবঃ। ।।১৬।। 

তত্র বিপ্রাশ্রমাভ্যাসে বৈশ্যমেকং দদর্শ সঃ। 

স পৃষ্টস্তেন কস্তুং ভো হেতুশ্চাগমনেহত্র কঃ।।১৭।। 

সশোক ইব কস্মাত্ত্বং দুর্মনা ইব লক্ষ্যসে। 

ইত্যাক্য বচস্তস্য ভূপতেঃ প্রণয়োদিতম্। ।।১৮।। 

প্রত্যুবাচ স তং বৈশ্যঃ প্রশ্রয়াবনতো নৃপম্ ৷ ।।১৯।। 

বৈশ্য উবাচ ।।২০।।

সমাধিনাম বৈশ্যোহহমুৎপন্নো ধনিনাং কুলে ।।২১।। 

পুত্রদারৈর্নিরস্তশ্চ ধনলোভাদসাধুভিঃ। 

বিহীনশ্চ ধনৈর্দারৈঃ পুত্রৈরাদায় মে ধনম্৷ ।।২২।।

বনমভ্যাগতো দুঃখী নিরস্তশ্চাপ্তবন্ধুভিঃ। 

সোহহং ন বেদ্ধি পুত্রাণাং কুশলাকুশলাত্মিকাম্৷ ।।২৩।।

প্রবৃত্তিং স্বজনানাঞ্চ দারাণাঞ্চাত্র সংস্থিতঃ। 

কিন্তু তেষাং গৃহে ক্ষেমমক্ষেমং কিন্তু সাম্প্রতম্ ।।২৪।।

কথন্তে কিন্তু সম্পৃত্তা দুর্বত্তাঃ কিন্তু মে সুতাঃ ।।২৫।।

রাজোবাচ।।২৬।।

যৈর্নিরস্তো ভবাঁল্লুদ্ধৈঃ পুত্রদারাদিভির্ধনৈঃ।।২৭।। 

তেষু কিং ভবতঃ স্নেহমনুবয়াতি মানসম্ ।।২৮।।

বৈশ্য উবাচ ।।২৯।।

এবমেতদ্ যথা প্রাহ ভবানস্মদ্গতং বচঃ ।।৩০।।

কিং করোমি ন বয়াতি মম নিষ্ঠুরতাং মনঃ। 

যৈঃ সন্ত্যজ্য পিতৃস্নেহং ধনলুন্ধৈর্নিরাকৃতঃ।।৩১।।

পতিস্বজনহার্দঞ্চ হার্দি তেম্বেব মে মনঃ। 

কিমেতন্নাভিজানামি জানন্নপি মহামতে ।।৩২।।

যৎ প্রেমপ্রবণং চিত্তং বিগুণেষপি বন্ধুযু। 

তেষাং কৃতে মে নিঃশ্বাসো দৌর্মনস্যঞ্চ জায়তে ।।৩৩।।

করোমি কিং যন্ন মনস্তেম্বপ্রীতিষু নিষ্ঠুরম্ ।।৩৪।। 

মার্কণ্ডেয় উবাচ।। ৩৫ ৷৷

ততন্তৌ সহিতৌ বিপ্র তং মুনিং সমুপস্থিতৌ ।।৩৬।। 

সমাধির্নাম বৈশ্যোহসৌ স চ পার্থিবসত্তমঃ। 

কৃত্বা তু তৌ যথান্যায়ং যথাৰ্ছং তেন সংবিদম্ ।।৩৭।।

উপবিষ্টৌ কথাঃ কাশ্চিচ্চক্রতুর্বৈশ্যপার্থিবৌ ।।৩৮।। 

রাজোবাচ ।।৩৯।।

ভগবংস্তামহং প্রষ্টুমিচ্ছাম্যেকং বদম্ব তৎ ।।৪০।।

দুঃখায় যন্মে মনসঃ স্বচিত্তায়ত্ততাং বিনা। 

মমত্বং গতরাজ্যস্য রাজ্যাঙ্গেম্বখিলেম্বপি ।।৪১।।

জানতোহপি যথাজ্ঞস্য কিমেতগুনিসত্তম। 

অয়ঞ্চ নিকৃতঃ পুত্রৈর্দারৈভৃত্যৈস্তথোজঝিতঃ।।৪২।। 

স্বজনেন চ সন্ত্যক্তন্তেযু হার্দী তথাপ্যতি। 

এবমেষ তথাহঞ্চ দ্বাবপ্যত্যন্তদুঃখিতৌ ।।৪৩।। 

দৃষ্টদোষেহপি বিষয়ে মমত্বাকৃষ্টমানসৌ। 

তৎ কিমেতন্মহাভাগা যন্মোহো জ্ঞানিনোরপি ।।৪৪।। 

মমাস্য চ ভবত্যেষা বিবেকান্ধস্য মূঢ়তা ।।৪৫।। 

ঋষিরুবাচ ।।৪৬।।

জ্ঞানমন্তি সমস্তস্য জন্তোবিষয়গোচরে ।।৪৭।।

বিষয়শ্চ১) মহাভাগ যাতি চৈবং পৃথক্ পৃথক্।

দিবান্ধাঃ প্রাণিনঃ কেচিদ্রাত্রাবন্ধান্তথাপরে ।।৪৮।।

কেচিদ্দিবা তথা রাত্রৌ প্রাণিনগুল্যদৃষ্টয়ঃ।

জ্ঞানিনো মনুজাঃ সত্যং কিং তুতেন হি কেবলম্ ।।৪৯।।

যতো হি জ্ঞানিনঃ সর্বে পশুপক্ষিমৃগাদয়ঃ।

জ্ঞানঞ্চ তন্মনুষ্যাণাং যতেষাং মৃগপক্ষিণাম্ ।।৫০।।

মনুষ্যাণাঞ্চ যতেষাং তুল্যমন্যৎ তথোভয়োঃ।

জ্ঞানেহপি সতি পশ্যৈতান্ পতঙ্গাঞ্জাবচঞ্চুষু ৷৷ ৫১ ৷৷

কণমোক্ষাদৃতান্ মোহাৎ পীড্যমানানপি ক্ষুধা।

মানুষা মনুজব্যাঘ্র সাভিলাষাঃ সুতান্ প্রতি ।।৫২।।

লোভাৎ প্রত্যুপকারায় নন্বেতান(১) কিং ন পশ্যসি। 

লোড়াও মমতাবর্তে মোহগর্তে নিপাতিতাঃ ।।৫৩।।

মহামায়াপ্রভাবেণ সংসারস্থিতিকারিণা। 

তন্নাত্র বিস্ময়ঃ কার্যো যোগনিদ্রা জগৎপতেঃ ।।৫৪।।

মহামায়া হরেশ্চৈষা তয়া সংমোহ্যতে জগৎ।

জানিনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা ।।৫৫।।

বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রযচ্ছতি। 

তয়া বিসৃজ্যতে বিশ্বং জগদেতচ্চরাচরম্ ।।৫৬।।

সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। 

সা বিদ্যা পরমা মুক্তের্হেতুভূতা সনাতনী ।।৫৭।।

সংসারবন্ধহেতুশ্চ সৈব সর্বেশ্বরেশ্বরী ।।৫৮।।

রাজোবাচ ।।৫৯।।

ভগবন্ কা হি সা দেবী মহামায়েতি যাং ভবান্। ৬০ ৷৷ 

ব্রবীতি কথমুৎপন্না সা কর্মাস্যাশ্চ কিং দ্বিজ। 

যৎপ্রভাবা চ সা দেবী যৎস্বরূপা যদুদ্ভবা ।।৬১।। 

তৎ সর্বং শ্রোতুমিচ্ছামি ত্বত্তো ব্রহ্মবিদাং বর ।।৬২।।

ঋষিরুবাচ ।।৬৩।।

নিত্যৈব সা জগমূর্তিস্তয়া সর্বমিদং ততম্ ।।৬৪।।

তথাপি তৎসমুৎপত্তির্বহুধা ক্রয়তাং মম। 

দেবানাং কার্যসিদ্ধ্যর্থমাবির্ভ বতি সা যদা ।।৬৫।। 

উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপ্যভিধীয়তে। 

যোগনিদ্রাং যদা বিষ্ণুর্জগত্যেকার্ণবীকৃতে ।।৬৬।।

আস্তীর্য শেষমভজৎ কল্পান্তে ভগবান্ প্রভুঃ।

তদা দ্বাবসুরৌ ঘোরৌ বিখ্যাতৌ মধুকৈটভৌ ।।৬৭।।

বিষ্ণুকর্ণমলোদ্ভূতৌ হন্ত্রং ব্রহ্মাণমুদ্যতৌ। 

স নাভিকমলে বিষ্ণোঃ স্থিতো ব্রহ্মা প্রজাপতিঃ ।।৬৮।।

দৃষ্টা তাবসুরৌ চোগ্রেী প্রসুপ্তঞ্চ জনার্দনম্। 

তুষ্টাব যোগনিদ্রাং তামেকাগ্রহৃদয়স্থিতঃ।।৬৯।।

বিবোধনার্থায় হরেইরিনেত্রকৃতালয়াম্)।

বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতিসংহারকারিণীম্ ।।৭০।। 

নিদ্রাং ভগবতীং বিষ্ণোরতুলাং তেজসঃ প্রভুঃ ।।৭১।।

ব্রহ্মুৌবাচ ।।৭২।।  

ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বর্ষস্কারঃ স্বরাত্মিকা ।।৭৩।।

সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। 

অর্ধমাত্রাঞ্ছিতা নিত্যা যানুচ্চার্যা বিশেষতঃ ।।৭৪।।

ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবি জননী পরা। 

ত্বয়ৈতদ্ ধার্যতে বিশ্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ ।।৭৫।।

ত্বয়ৈতৎ পাল্যতে দেবি ত্বমৎস্যন্তে চ সর্বদা। 

বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে ।।৭৬।।

তথা সংহৃতিরূপান্তে জগতোহস্য জগন্ময়ে। 

মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ ।।৭৭।।

মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী। 

প্রকৃতিত্ত্বং চ সর্বস্য গুণত্রয়বিভাবিনী ।।৭৮।।

কালরাত্রিমহারাত্রিমোহরাত্রিশ্চ দারুণা। 

ত্বং শ্রীস্বমীশ্বরী ত্বং খ্রীস্ত্রং বুদ্ধির্বোধলক্ষণা ।।৭৯।।

লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ। 

খাড়িজনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা ।।৮০।। 

শঙ্খিনী চাপিনী বাণভূশুণ্ডীপরিঘায়ুধা। 

সৌম্যা সৌম্যতরাশেষসৌম্যেভ্যস্তুতিসুন্দরী ।।৮১।। 

পরাপরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী। 

যচ্চ কিঞ্চিৎ কচিদ্বস্তু সদসদ্ বাখিলাত্মিকে ।।৮২।। 

তস্য সর্বস্য যা শক্তিঃ সাত্বং কিং সূয়সে তদা

যয়া ত্বয়া জগৎস্রষ্টা জগৎপাত্যত্তি(২) যো জগৎ ।।৮৩।।

সোহপি নিদ্রাবশং নীতঃ কত্ত্বাং স্তোতুমিহেশ্বরঃ।

বিষ্ণুঃ শরীরগ্রহণমহমীশান এব চ ।।৮৪।।

কারিতাস্তে যতোহতত্ত্বাং কঃ স্তোতুং শক্তিমান্ ভবেৎ। 

সা ত্বমিত্থং প্রভাবৈঃ স্বৈরুদারৈর্দেবি সংস্তুতা ।।৮৫।।

মোহয়ৈতৌ দুরাধর্ষাবসুরৌ মধুকৈটভৌ। 

প্রবোধঞ্চ জগৎস্বামী নীয়তামচ্যুতো লঘু ।।৮৬।।

বোধশ্চ ক্রিয়তামস্য হস্তমেতৌ মহাসুরৌ ।।৮৭।। 

ঋষিরুবাচ ।।৮৮।।

এবং স্তুতা তদা দেবী তামসী তত্র বেধসা ।।৮৯।।

বিষ্ণোঃ প্রবোধনার্থায় নিহন্তুং মধুকৈটভৌ। 

নেত্রাস্যনাসিকাবাহুহৃদয়েভ্যস্তথোরসঃ ।।৯০।।

নির্গম্য দর্শনে তন্ত্রৌ ব্রহ্মণোহব্যক্তজন্মনঃ। 

উত্তস্থৌ চ জগন্নাথস্তয়া মুক্তো জনার্দনঃ ।।৯১।।

একার্ণবেহহিশয়নাত্ততঃ স দদৃশে চ তৌ। 

মধুকৈটভৌ দুরাত্মানাবতিবীর্যপরাক্রমৌ ।।৯২।।

ক্রোধরক্তেক্ষণাবত্ত্বং(১) ব্রহ্মাণং জনিতোদ্যমৌ। 

সমুখায় ততস্তাভ্যাং যুযুধে ভগবান্ হরিঃ ।।৯৩।। 

পঞ্চবর্ষসহস্রাণি বাহুপ্রহরণো বিভুঃ। 

তাবপ্যতিবলোন্মত্তৌ মহামায়াবিমোহিতৌ ।।৯৪।। 

উক্তবস্তৌ বরোহস্মত্তো ব্রিয়তামিতি কেশবম্ ।।৯৫।।

শ্রীভগবানুবাচ ।।৯৬।।

ভবেতামদ্য মে তুষ্টৌ মম বধ্যাবুভাবপি ।।৯৭।।

কিমন্যেন বরেণাত্র এতাবদ্ধি বৃতং মম ।।৯৮।। 

ঋষিরুবাচ ।। ৯৯।।

বঞ্চিতাভ্যামিতি তদা সর্বমাপোময়ং জগৎ ।।১০০।।

বিলোক্য ত্যাভ্যাং গদিতো ভগবান্ কমলেক্ষণঃ

আবাং জহি ন যত্রোর্থী সলিলেন পরিপ্লুতা ।।১০১।।

ঋষিরুবাচ। ।।১০২।।

তথেত্যুত্ত্বা ভগবতা শঙ্খচক্রগদাভৃতা। 

কৃত্বা চক্রেণ বৈ চ্ছিন্নে জঘনে শিরসী তয়োঃ ।।১০৩।।

এবমেষা সমুৎপন্না ব্রহ্মণা সংস্তুতা স্বয়ম্। 

প্রভাবমস্যা দেব্যাস্ত ভূয়ঃ শৃণু বদামি তে।। 

ঐং ওঁ ।।১০৪।।

– সমাপ্ত –