How to do Saraswati Puja at home: সহজ পদ্ধতিতে সরস্বতী পূজা করুন ঘরে

Saraswati Puja at home

আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজার নিয়ম আছে। সরস্বতী পূজা (Saraswati Puja at home) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। কারণ এই পুজোতে ছাত্রছাত্রীরা তাদের ভালো পড়াশোনার জন্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করে।

মা সরস্বতীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পন করে। শুধুমাত্র শিক্ষা স্থানেই নয়, এদিন মা সরস্বতীর মূর্তি পূজা হয় বাংলার প্রায় প্রতিটি ঘরে। এই শুভ দিনে ছাত্রছাত্রীদের বাচ্চাদের পড়াশোনার জীবন যেন ভালো হয় তাই তাদের হাতে খড়িও হয়ে থাকে। 

Saraswati Puja at home

Table of Contents

Saraswati Puja at home : সরস্বতী পূজা-প্রণালী

  • গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল।
  • ঘি, পঞ্চশস্য, গোলাপজল, সাদা ফুল, হলুদ ফুল, সাদা বা হলুদ ফুলের মালা, দূর্বা, আমের মুকুল, পলাশ ফুল বেলপাতা, মাকে দেওয়ার জন্য একটি আস্ত সুপারি, হলুদ।
  • ছোট গামছা, পৈতে, এক জোড়া শাঁখা-পোলা, সিস্ ডাব, বিজোড় পাতা বিশিষ্ট আমের পল্লভ, পান পাতা।
  • পাঁচ রকমের ফল, জোড়া কুল এবং পাঁচ রকমের মিষ্টি। চিড়ে, খৈ বাতাস দিয়ে আরেকটি নৈবদ্য দেওয়া যায় লেখনীর দোয়াত।
  • চাঁদমালা দুটো অগরু পঞ্চ গুড়ি (যেকোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে) সিঁদুর, হলুদ, শ্বেত চন্দন আলতা মঙ্গল ঘটে দেওয়ার জন্য একটি পান, একই শুকনো হলুদের গাঁট, একটি আস্ত সুপারি এবং একটি এক টাকার কয়েন।

Saraswati Puja at home : আসন প্রতিষ্ঠা

যদি ঘরে প্রতিষ্ঠিত মা সরস্বতী থাকে তাহলে সেই প্রতিষ্ঠিত ছবি বা মূর্তিতেই পূজা করা যাবে। নাহলে বসন্ত পঞ্চমী উপলক্ষে মা সরস্বতীর পুজোর জন্য আলাদাভাবে একটি আসন  প্রস্তুত করে নিতে হবে।

নতুন আসনের জন্য একটি পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার ওপর একটা হলুদ কাপড় পেতে নিতে হবে। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে দিয়ে সামান্য  ফুলের পাপড়ি, সামান্য কিছু ধান ও সামান্য দুর্বা দিয়ে দিতে হবে। এইভাবে মা সরস্বতী পুজোর আসনটি প্রস্তুত করে নিতে হবে। আসনের ওপর মা সরস্বতীর প্রতিমা বা ছবি উলুধ্বনি সহযোগে স্থাপন করতে হবে।

মা সরস্বতী প্রতিমার পাশে একটা মাটির দোয়াত রাখতে হবে। দোয়াতে কাঁচা দুধ এবং তার ওপর একটা কুল রেখে তার পাশে খাগের কলম রাখতে হবে। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর পাশে একটা মাটির দোয়াত রাখতে হবে। আর সরস্বতী পুজোর দিন মায়ের কাছে বই, খাতা, পেন পেনসিল ইত্যাদি রাখতে হয়।

মা সরস্বতী পুজো (Saraswati Puja at home) শুরু করার আগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপের পাশাপাশি ধূপকাঠি, ধুপ জ্বালিয়ে নিতে হবে।

Shanidev Panchali And Bratkotha: পাঁচালী ব্রতকথা

মাটির মূর্তিতে পুজো করলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো সম্ভব নয়। সেক্ষেত্রে জলশঙ্খে গঙ্গাজল সাদা চন্দন বেটে দিয়ে দিতে হবে। (গঙ্গাজল না থাকলে অন্য পরিষ্কার জল দিয়ে করা যাবে) তারপর সেই শঙ্খের গঙ্গাজলে সাদা চন্দন সহযোগে একটি ফুল দিয়ে মাসরস্বতী প্রতিমার স্নানাভিষেক সম্পন্ন করতে হবে। পূজা সম্পন্ন করে পরে ওই জল কোনো ফুল গাছের নিচে অথবা জলাশয়ে ফেলে দিতে হবে 

সরস্বতীমা ছবির ক্ষেত্রে একটা পরিষ্কার শুকনো সুতির কাপড় নিতে হবে। কাপড়ের ওপর কিছুটা গঙ্গাজল দিয়ে সামান্য অগরু আর কিছুটা গোলাপ জল দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে।

সরস্বতীমার পিতলের মূর্তিতে পুজো করলে সেক্ষেত্রে পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে মায়ের অভিষেক করিয়ে নেওয়া যাবে।

avijit guin z0COXXrP WM unsplash

**পঞ্চামৃত তৈরী করার পক্রিয়া:-  একটি ঘটে একটু গঙ্গা জল, একটু দই , একটু ঘি, মধু এবং চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে। তারপর সেই মিশ্রনে একটু অগরু এবং কিছু ফুলের পাঁপড়ি দিতে হবে। সাদা চন্দন বেঁটে একটু ছিটিয়ে দিতে হবে।

Saraswati Puja at home : ঘট স্থাপন

যে স্থানে মঙ্গলঘটটি স্থাপন করা হবে সেখানে কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে, গঙ্গামাটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে, এর ওপর সামান্য পঞ্চশস্য, সামান্য পঞ্চগুড়ি, কয়েকটি দুর্বা এবং সামান্য ফুলের পাপড়ি দিতে হবে। ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে।

একটি তামার ঘট জলপূর্ণ করে একটি গোটা সুপারি, একটা হলুদের গাঁঠ, বা কাঁচা হলুদ একটা এক টাকার কয়েন তারমধ্যে দিয়ে দিতে হবে। সবশেষে কয়েকটি দুর্বা দিতে হবে । তামা, পিতল বা মাটির ঘট ব্যবহার করতে যেতে পারে।

আমপল্লবে প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে রাখতে হবে। আম পল্লবের উপর একটি সিস্ ডাব বসিয়ে দিতে হবে। সিস্ ডাব না থাকলে হরীতকী বা নারকেল অথবা কলা দিয়ে মা সরস্বতীর ঘর স্থাপন করা যেতে পারে। 

ঘট স্থাপন

ডাবের ওপরেও একইরকম ভাবে সিঁদুর দিয়ে মঙ্গল এঁকে নিতে হবে। তারপর উলুধ্বনি এবং শঙ্খের ধ্বনি সহযোগে মায়ের ঘটটি স্থাপন করতে হবে। তার উপর সিঁদুর ফোটা সহযোগে একটি পান আম পল্লভের উপর রাখতে হবে।

তারপর ঘটাচ্ছাধনস্বরূপ একটা গামছা, একটি চাঁদমালা এবং একটি পৈতে মাসরস্বতীর  উদ্দেশ্যে একটি  ঘটে উপর দিতে হবে। মঙ্গল ঘটের উপর একটি ফুলের মালা নিবেদন করে, আরো কিছু ফুল দিয়ে ঘটটি সাজিয়ে দিতে হবে।  

Saraswati Puja at home :পুজো শুরু

শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে, ওঁম এতে গন্ধপুষ্পে সরস্বতী নমঃ এই মন্ত্র পাঠে ফুল এবং বেলপাতা মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিতে হবে। 

শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা মাসরস্বতীকে নিবেদন করে দিতে হবে। মা সরস্বতীকে আলতা, সিঁদুর এবং শাখাপলা নোয়া নিবেদন করে দিতে হবে। 

মায়ের উদ্দেশে আমি একটা ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে নিতে হবে পূজা শুরু করার পূর্বে। যে কোনো পূজো শুরু করার পূর্বে গণেশদেবতার পূজা করে নিতে হয়।  ভগবান গণেশদেবতার পূজো করে পঞ্চদেবতার পুজো করে নিতে হবে। শ্বেত চন্দনসহযোগে ফুল বেলপাতা, দূর্বা  নিয়ে নিয়েছি।

ভগবান গণেশসহ পঞ্চদেবতাকে স্মরণ করে “ওঁম এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ”  এই মন্ত্র বলে নিবেদন করতে হবে।

সরস্বতীর পঞ্চপচারে পূজা করুন চন্দন পুষ্প দ্বারা-

১ ) এষ গন্ধ ঐং সরস্বতৈ নমঃ (ঘটে বা তাম্রপাত্রে ফেলুন ফুল)

২) এতৎ পুষ্পম ঐং সরস্বতৈ নমঃ (ঘটে বা তাম্রপাত্রে ফেলুন ফুল) 

৩) এষ ধূপঃ ঐং সরস্বতৈ নমঃ (ঘটে বা তাম্রপাত্রে ফেলুন ফুল) 

৪) এষ দীপঃ ঐ সরস্বতৈ নমঃ (ঘটে বা তাম্রপাত্রে ফেলুন ফুল) 

৫) এতৎ সপোকরণ ঐ সরস্বতৈ নৈবেদ্যায় নমঃ

হাত জোড় করে মাসরস্বতীর ধ্যানমন্ত্র পাঠ করে মাকে আবাহন করতে হবে। মা সরস্বতীর ধ্যানমন্ত্রটি হল “ওঁ তরুণশকলমিন্দোঃ বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে।নিজ কর কমলোদ্যল্লেখনী পুস্তকশ্রী সকলবিভবসিদ্ধ্যৈ পাতুর্বাগ্দেবতা নঃ।।”

ধ্যানমন্ত্র পাঠ করে হাত জোড় করে প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে। প্রার্থনা মন্ত্রটি হলো

“ওঁ যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধরদণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মচ্যুতশঙ্কর প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।। যথা ন দেবো ভগবান্ ব্রহ্মালোক পিতামহঃ। ত্বাং পরিত্যজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।। বেদাঃ শাস্ত্রাণি সর্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ।। লক্ষ্মীর্মেধা ধরাঃ পুষ্টি গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতিঃ। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী।।”

প্রার্থনা মন্ত্র পাঠ সম্পন্ন করে পুষ্পাঞ্জলী মন্ত্র পাঠ করে মাসরস্বতীকে পুষ্পাঞ্জলী দিতে হবে।

পুষ্পাঞ্জলী মন্ত্র: “ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ । বেদবেদান্তবেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলিঃ ওঁ ঐং শ্রীশ্রীসরস্বত্যৈ নমঃ।।” ‌

Saraswati Puja at home : ভোগ নিবেদন

puja_bhog

শ্বেত চন্দন সহযোগে ফুল দিয়ে এই পাঁচটি নৈবেদ্য প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। সরস্বতী পুজোর দিন তোমরা মাকে সাদা অথবা হলুদ রঙের মিষ্টি নিবেদন করা যেতে পারে। মা সরস্বতীকে ফুল সহযোগে চিড়ে এবং সাদা বাতাসা নিবেদন করতে হবে।

Saraswati Puja at home : আরতি পর্ব

aroti_puja

এবার সরস্বতীমাকে আরতি করতে হবে।

Saraswati Puja at home : সরস্বতী পূজা সমাপ্ত