Do Shivpuja at home: নিত্য শিব পূজা করুন ঘরে

নিত্য শিবপূজা

আজ আমরা জানবো সহজ পদ্ধতিতে কিভাবে নিত্য শিবপূজা (Shivpuja at home) ঘরে করা যায়। সোমবারে বাবা মহাদেবের পুজো করলে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়, মহাদেব খুব প্রসন্ন হন।

যারা নিত্যদিন করতে পারেন না বাবার সেবা যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারা শুধু সোমবার বাবা মহাদেবকে পুজো করতে পারেন। তাছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা মহাদেবের মাথায় জল দিয়ে পূজা করাকে খুব শুভ ধরা হয়।

shivpuja at home

Shivpuja at home: নিত্য শিব পূজা

পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। যেকোনো পূজার শুরু করার আগে আচমন করে শুদ্ধ করে নিতে হয়। সেই পূজা নিত্য গৃহপূজা হোউক কিংবা বিশেষ পূজা। 

আচমন করে, পুষ্প ও জল শুদ্ধি করে নিতে হবে। যদি ঘরে গঙ্গা জল থাকে সেক্ষত্রে জল শুদ্ধি করার কোনো প্রয়োজন নাই। টেপের জল, জলাশয়ের জলকে সব সময় শুদ্ধ করে পূজায় ব্যাবহার করতে হবে।

Table of Contents

Shivpuja at home: শিব পূজার অভিষেক

শ্বেতচন্দনের গুঁড়ো অথবা ভস্ম দিয়ে অভিষেক করা যেতে পারে। এই ভস্ম যেকোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে সহজেই।

শিবঠাকুরের অভিষেকের সময় ঘণ্টা বাজানো খুব ভালো। তারপর দুধ দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং স্নানিয়ং দুগ্ধ ও হো ঈশানায় নমঃ।

এরপর পরিষ্কার জল দিয়ে, কর্পূরের গুঁড়ো মেশানো গঙ্গাজল দিয়ে শিবঠাকুরের অভিষেক করে নিতে হবে। মনে মনে ওম নামা শিবায় মন্ত্র বা শিবঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে।

Shivpuja at home: শিব পূজার পুষ্প নিবেদন

শিবঠাকুর হচ্ছেন  বৈষ্ণব প্রধান তাই শিবপূজায় শ্বেত চন্দন বেবহার করা হয়।শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে বাবা মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে।

শিবঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল “ওঁম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্যপত্রাঞ্জলি, নমঃ শিবায় নমঃ।”

ইদং সচন্দন পুষ্পং শিবায় নামঃ এই মন্ত্র পথ করে শিবঠাকুরকে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিতে হবে। শিবঠাকুরকে ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল, কলকে ফুলগুলি বেশি করে নিবেদন করা যেতে পারে। এছাড়াও সাদা ফুল এবং হলুদ ফুলে নিবেদন করা যায়। শ্বেতপদ্ম এবং গোলাপ দিয়েও  বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে।

শিব পূজা

Shivpuja at home: শিব পূজার ভোগ নিবেদন

বাবা মহাদেবকে বাতাসা এবং সাদা মিষ্টির ভোগ ফুল ও বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে। বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে যেমন শ্রাবন মাসের সোমবার, শিবরাত্রিতে  বেলসহ পাঁচ রকমের গোটা ফল ফুল ও বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে। দৈনন্দিন পূজায় এতো আয়োজনের প্রয়োজন হয়না।

শিবপুজোতে গোটা ফলের নৈবেদ্য নিবেদন করা হয়। তিন রকম, পাঁচ রকম অথবা সাত রকমের গোটা ফল দেওয়া যায়।

ভোগ নিবেদন

Shivpuja at home: শিব পূজার আরতি নিবেদন

পুষ্প ও ভোগ নিবেদনের পর আরতি শুরু করতে হবে। কিভাবে আরতি করতে হবে তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Shivpuja at home: শিব পূজার ব্রতকথা ও জপ করা

আরতি সম্পন্ন করে একশো আটবার ওঁম নমঃ শিবায় জপ করে নিতে হবে। যদি ঘরে স্ফটিকের একশো আট ব্রিডের মালা কিংবা একশো আট পঞ্চমুখী রুদ্রাক্সের মালায় এই জপ করা যেতে পারে। মালা ঘরে না থাকলে হাতের আঙুলে ও করা যেতে পারে। 

জপ পর্ব সম্পন্ন করে অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে। নিম্নে অষ্টোত্তর শতনাম উল্লেখ করা হয়েছে। দশকর্মার দোকানেও এই অষ্টোত্তর শতনামের বই পেয়ে যাবেন।

ব্রতকথা ও জপ

শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম

অনাদির আদি নাম রাখিল বিধাতা ।।

মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।।

জগদগুরু নাম রাখিল মুরারি ।

দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি ।।

মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।

গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।।

ভাগীরথী নাম রাখি দেব শূলপানি ।

ভোলানাথ বলি নাম রাখিল শিবানী।।

জলেশ্বর নাম মোর রাখিল বরুণ ।

রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।।

নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।

ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু ।।

তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।

পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন ।।

রজত বরণ বলি নাম গিরিবর ।

নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।।

যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।

বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।।

সূর্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।

চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্কশেখর ।।

মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।

বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।।

বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।

শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন ।।

শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।

রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।।

মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ।

ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী ।।

কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ ।

বদরিকাননে নাম হয় কেদারনাথ ।।

শমন রাখিল নাম সত্য সনাতন ।

ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।।

পবন রাখিল নাম মহা তেজোময় ।

ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।।

ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।

ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।।

মহেশ বলিয়া নাম রাখে দশানন ।

বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।।

শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।

বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।।

জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।

বিজয়া রাখিল নাম অনাথের পতি।।

তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।

মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।।

শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ।

ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।।

প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।

চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।।

সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।

আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।।

বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।

রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।।

ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।

দীনের শরণ নাম রাখিল নারদ ।।

বীরভদ্র নাম মোর রাখে হলধর ।

গন্ধর্ব রাখিল নাম গন্ধ ঈশ্বর ।।

অজিরা রাখিল নাম পাপতাশহারী ।

দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।।

ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।

বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।।

কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।

ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুনি ।।

সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।

আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।।

রতিপতি নাম রাখে মদন-দহন ।

দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।।

জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ ।

বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।।

পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।

গৌতম রাখিল নাম জনমনে হারী ।।

ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।

বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর ।।

মর্ত্যলোকে নাম রাখে সর্বপাপহর ।

জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর ।।

কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।

ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী ।।

ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী ।

ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।।

উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর ।

অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।।

দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।

সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর ।।

হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।

ভরত রাখল নাম ঊমা মহেশ্বর ।।

জলস্বর নাম রাখে করুণা সাগর ।

মম ভক্তগণ বলে সংসারের সার ।।

ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব ।

চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।।

জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ ।

ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ ।।

দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।

দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।।

দীননাথ নাম মোর কশ্যপ রাখিল ।

বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।।

কালীঘাটে সিদ্ধপার্টে মকুল ঈশ্বর ।

পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।।

গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর ।

মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর ।।

কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।

ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।।

ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।

শ্বেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম ।।

বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।

মহালক্ষ্মী রাখে নাম অশিব নাশন ।।

অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।

গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।।

ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।

বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।।

Shivpuja at home: নিত্য শিবপূজা সমাপ্ত

FAQs:-

কোন শিব লিঙ্গের পূজা ঘরে করা যায়?

শুধু কালো রঙের শিবলিঙ্গ ব্যবহার করা উচিৎ বাড়িতে পূজা করার জন্য। সাদা রঙের শিবলিঙ্গ হচ্ছেন রুদ্র শিবের প্রতীক। সাদা শিবলিঙ্গ ঘরে রাখতে নেই এবং এতে কোনো গৃহস্তের পূজা করা উচিত নয়। 

শিব লিঙ্গের বাইরের অংশ সবসময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে। শিব লিঙ্গের পাশে কখনো নটরাজের মূর্তি, শিবের ছবি রাখা যাবে না।

Dhyan mantras of various deities: জানুন বিভিন্ন দেব-দেবীর ধ্যান মন্ত্র

dhyan mantra Dhyan mantras of various deities

যে কোনো দেব দেবীর পূজা ঘরে করতে গেলে সেই সব দেব দেবীর ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র (Dhyan mantras) জানা উচিৎ। সেই পূজা আপনি নিজেই করুন অথবা পুরোহিত দিয়ে করুন। ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র আমাদের দৈনন্দিন জীবনের ঘরোয়া পূজায় ও বিশেষ ভাবে প্রয়োজন। যেকোনো পূজা শুরু ও সমাপ্ত করতে প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র দিয়ে করতে হয়। 

তাছাড়া যারা বিশেষ বিশেষ দেব-দেবীর নিত্য ধ্যান অথবা জপ করতে পছন্দ করেন তাদের জন্য ও সঠিক মন্ত্র জানা অবশ্যই দরকার। আমরা এই সব ভক্তদের কথা মাথায় রেখে এই সব দরকারি মন্ত্রগুলো (Dhyan mantras) এখানে উল্লেখ করেছি। এই সব মন্ত্রগুলো বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে অনুসন্ধান করে এখানে উল্লেখ করা হয়েছে।  

Dhyan mantras

Table of Contents

|| ধ্যান মন্ত্র বীজমন্ত্র সমূহ (Dhyan mantras) ||

|| সূর্য্যের ধ্যান ||

ওঁ রক্তাঙ্গু জাসনমশেষ-গুণৈক-সিন্ধুৎ ভানুৎ সমস্তজগতামধিপৎ ভজামি। পদ্মদ্বয়া ভয়বরান্ দধতং করাজৈ- মাণিক্যমৌলিমরুণাঙ্গরুচিং ত্রিনেত্রম্ ॥ 

পূজার মন্ত্রঃ- ওঁ ভগবতে শ্রীসূৰ্য্যায় নমঃ। বীজমন্ত্র ও স্ত্রী। মুলমন্ত্র হ্রীং হংসঃ, অথবা ও ঘৃণিঃ সূর্য্য আদিত্যঃ।

প্রণাম মন্ত্রঃ- ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্মপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্তারিং সর্ব্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।

|| বিষ্ণুর ধ্যান ||

বিষ্ণুর ধ্যান

ধ্যান মন্ত্রঃ- ওঁ ধ্যেয়ঃ সদা সবিতৃমণ্ডলমধ্যবর্তী, নারায়ণঃ সরসিজাসনসন্নিবিষ্টঃ। কেষুৎবান্ মকর (কনক) কুণ্ডলবান্ কিরীটী, হারী হিরণ্ময়বপুর তশঙ্খচক্রঃ ||

পূজার মন্ত্র:- ওঁ নমঃ শ্রীবিষ্ণবে নমঃ। মূলমন্ত্র-ওঁ নমো নারায়ণায়।

বীজমন্ত্রঃ- ওঁ । হোমের মন্ত্র-ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদৎ, সদা পশ্যন্তি সুরয়ঃ, দিবীব চক্ষুরাততং স্বাহা।

তুলসী দিবার মন্ত্রঃ- ওঁ নমস্তে বহুরূপার বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। বিষ্ণুর পূজার পর লক্ষ্মী, সরস্বতী ও গরুড়ের পূজা করিবে।

প্রার্থনা মন্ত্রঃ- ওঁ পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ। ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো ভব।। নমঃ কমলনেত্রায় হরয়ে পরমাত্মনে। অশেষ-ক্লেশ-নাশায় লক্ষ্মীকান্ত নমোহস্ত তে।। হরে মুরারে মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণো, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ।।

প্রণাম মন্ত্রঃ- ওঁ নমো ব্রহ্মণ্যদেখায় গোব্রাহ্মণ-হিতায় চ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ॥

|| শিবের ধ্যান ||

শিবের ধ্যান

শিবপূজা বিধিতে ধ্যান ও প্রণাম মন্ত্রঃ-

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে। নিবেদয়ামি চাত্মানং গতিত্বৎ পরমেশ্বর ।। ওঁ নমস্তুভ্যৎ বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে। নমঃ পিণাকহস্তায় বজ্রহস্তার বৈ নমঃ ।। ওঁ নমস্যে ত্বাৎ মহাদেব লোকানাং গুরুমীশ্বরম্। পুংসামপূর্ণকামানাং কামাপুরামরাচ্ছি_পম্।

শিবের প্রচলিত ধ্যান মন্ত্রঃ-

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশু-মৃগ-বরাভীতিহস্তং প্রসন্নম্। পদ্মাসীনং সমন্তাং স্তুতমমরগণৈব্যাঘ্রকীর্ত্তিং বসানং। বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম্।।

বীজমন্ত্রঃ- হৌং। বিশ্বপত্রদানের বিশেষ মন্ত্র-ও এ্যম্বকং বজামহে সুগন্ধিং পুষ্টিবর্দ্ধনম্। ঊর্ধ্বারুকমিব বন্ধনার ত্যোমু ক্ষীরমামৃতাৎ স্বাহা।

ক্ষমাপ্রার্থনা- আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম্। বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর ।

শিবের প্রণাম মন্ত্রঃ-

ওঁ মহাদেবং মহাত্মানং মহাযোগিনমীশ্বরম্। মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ।। ওঁ নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে। নমঃ পিণাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ।। নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসিপাণয়ে। নমঃ স্ত্রৈলোক্যনাথায় ভূতানং পতয়ে নমঃ।। ওঁ বাণেশ্বরায় নরকার্ণবতারণায়। জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।। কপূরকুন্দধবলেন্দুজটাধরায়। দারিদ্র – দুঃখহনায় নমঃ শিবায়।। নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।। মহামৃত্যুঞ্জয় শিবের ধ্যান শিবং শান্তং মহাদেবং লোকানুগ্রহাকারকম্। শুদ্ধস্ফটিকসঙ্কাশং সহস্রাদিত্যবর্চসম্।। খড়াশূলবরাভীতি পঞ্চবক্তং সুশোভনম্। সর্ব্বরোগবিনাশার্থং ভজেহহং ভুবণেশ্বরম্।।

|| মনসার ধ্যান ||

ধ্যান মন্ত্রঃ- ওঁ দেবীমস্বা-মহীনাং শশধরবদনাং চারুকান্তিং বদান্যাৎ। হৎসা রূঢ়ামুদারাং সুললিতবসনাৎ সেবিতাৎ সিদ্ধিকামৈঃ। স্মেরাস্তাং মণ্ডিতাঙ্গীং কনকমণিগণৈন গিরত্বৈরনেকৈ- র্ব্বন্দেহহং সাষ্টনাগা-মুরুকুচযুগলাং ভোগিনীং কামরূপাম্ ॥ পূজার মন্ত্র- (ও) মনসাদেব্যৈ নমঃ। বীজমন্ত্র-মং। অন্তনাগ, আস্তীক ও অরুৎকারুমুনির পুজা করিতে হয়। মনসাপূজায়

প্রণাম মন্ত্রঃ- ওঁ আস্তীকস্থ্য মুনের্মাতা ভগিনী বাসুবেস্তণা। জরুৎকারুমুনেঃ পত্নী মনসাদেবি নমোহস্ত তে।।

|| মঙ্গলচণ্ডীর ধ্যান ||

ধ্যান মন্ত্রঃ- ওঁ বৈষা ললিতকান্তাখ্যা দেবী মঙ্গলচণ্ডিকা। বরদাভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা।। রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জল-মণ্ডিতা। রক্তকৌধেয়বসনা স্মিতবক্তা শুভাননা। নবযৌবন-সম্পন্না চার্জঙ্গী ললিতপ্রভা।

পূজার মন্ত্রঃ- ওঁ মঙ্গলচণ্ডিকায়ৈ দেব্যৈ নমঃ। বীজমন্ত্র হ্রীং। মূলমন্ত্র-ও দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা। আবাহনে-মঙ্গলচণ্ডিকে দেবি..।

প্রণাম মন্ত্রঃ- ওঁ সর্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়নি নমোহস্ত তে।।

|| দক্ষিণাকালীর ধ্যান ||

দক্ষিণাকালীর ধ্যান

ধ্যান মন্ত্রঃ-  ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাৎ দিব্যাৎ মুণ্ডমালাবিভূষিতাম্। সদ্যশ্চিন্নশিরঃ-খড়গ-বামাধোর্জ করাঘুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোন্ধাধ-পাণিকাম্ ।। মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলস্রুধির-চর্চ্চিতাম্ ॥ কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাম্। ঘোরদংষ্ট্রাং করালাম্বাং পীনোন্নতপয়োধরাম্ ।। শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীৎ হসম্মুখীম্। স্বকদ্বয়-গলদ্রক্ত-ধারা-বিস্ফুরিতাননাম্।। ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীম্। বালার্ক মণ্ডলাকার লোচনত্রিতয়ান্বিতাম্।। দস্তুরাং দক্ষিণব্যাপি লম্বমান-কচোচ্চয়াম্। শবরূপ-মহাদেব হৃদয়োপরি-সংস্থিতাম্।। শিবাভির্যোররাবাভিশ্চতুদিকু সমন্বিতাম্। মহাকালেন চ সমং বিপরীত-রভাতুরাম্ ।। সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাম্। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকাম-সমৃদ্ধিদাম্।।

প্রকারান্তর-

[ যাঁহারা ‘ক্রীৎ’ এই একাক্ষর বীজমন্ত্রে দীক্ষিত হইয়াছেন, তাঁহারা এই মন্ত্র বলিয়া কালীর ধ্যান করিবেন]।

ওঁ শবারূঢ়াৎ মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাম্। হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপাল-কর্তৃকাকরাম্ ।। মুক্তকেশীং ললজ্জিহ্বাৎ পিবস্তীৎ রুধিরৎ মুহুঃ। চতুর্ব্বাহু-সমাযুক্তা বরাভয়করাং স্মরেৎ ।।

পূজার মন্ত্রঃ-  ওঁ দক্ষিণাকালিকায়ৈ নমঃ। বীজমন্ত্র হ্রীং। মূলমন্ত্র -ক্রীৎ, অথবা ক্রীং ক্রীং ক্রীং হং হং হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং ক্রীৎ হৎ হৎ হ্রীং হ্রীং স্বাহা। আবাহনে দক্ষিণে কালিকে দেবি ইত্যাদি। দক্ষিণাকালিকার পূজার সময় শবরূপী শিবকে পুজা করিতে হয়। শবরূপী শিব-অহাপ্রেত-পদ্মাসন’। পূজার মন্ত্র-হ ধৌঃ সদাশিব মহাপ্রেতপদ্মাসনায় নমঃ।

পুষ্পাঞ্জলি মন্ত্রঃ- ওঁ আয়ুৰ্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে। পুত্রান্ দেহি ধনৎ দেহি সর্ব্বান্ কামাংশ্চ দেহি মে।১ দুর্গোত্তারিণি দুর্গে ত্বং সর্ব্বাশুভ-নিবারিণি। ধর্মার্থমোক্ষদে দেবি নিত্যং মে বরদা ভব।।২ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধৰ্ম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তু তে॥৩

প্রণাম মন্ত্রঃ- ওঁ সর্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্ত তে।|

**প্রত্যেক শক্তিমূর্তিকেই এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে পারা যায় এবং সকলেরই প্রণাম মন্ত্র ‘সর্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে’ ইত্যাদি। কালীপুজার পরে মহাকাল ভৈরবের পুজা করিবে, কারণ এই মহাকাল শিবেরই মুর্তিবিশেষ।**

|| জগদ্ধাত্রীর ধ্যান ||

জগদ্ধাত্রীর ধ্যান
Ramakrishna Mission

ধ্যানমন্ত্রঃ- ওঁ সিংহস্কন্ধাধিসংরূঢ়াৎ নানালঙ্কারভূষিতাম্। চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনীম্ ॥ শঙ্খ-শাঙ্গ-সমাযুক্ত-বামপাণিদ্বয়ান্বিতাম্। চক্রঞ্চ পঞ্চবাণাংশ ধারয়ন্তীঞ্চ দক্ষিণে।। রক্তবস্ত্রপরীধানাং বালার্কসদৃশীতহুম্। নারদাজৈর্মু নিগণৈঃ সেবিতাং ভবসুন্দরীম্ ।। ত্রিবলীবলয়োপেত-নাভিনাগমৃণালিনীম্। রত্নদ্বিপময়দ্বীপে সিংহাসন-সমন্বিতে। প্রফুল্ল-কমলারূঢ়াং ধ্যায়েতাং ভবগেহিনীম্ ।।

পূজার মন্ত্রঃ- ওঁ জগদ্ধাত্রীদুর্গায়ৈ নমঃ।

বীজমন্ত্রঃ- যুৎ।

মূলমন্ত্রঃ- হংহৎ স্বাহা। আবাহনেঃ- জগদ্ধাত্রীদুর্গে দেবি ইত্যাদি। প্রণাম ও পুষ্পাঞ্জলির মন্ত্র দক্ষিণাকালীর ন্যায়। বাহন সিংহ।

|| অন্নপূর্ণার ধ্যান ||

অন্নপূর্ণার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে Ghoruapuja– এর ঘরে অন্নপূর্ণা পূজা পেইজে

|| মহাকালের ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ- ওঁ মহাকালং যজ্ঞেদ্দেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম্। বিভ্রতৎ দণ্ডখটাঙ্গৌ দংষ্ট্রাভীমমুখং শিশুম্। ব্যাঘ্রচর্মাবৃতকটিং তুন্দিলং রক্তবাসসম্। ত্রিনেত্রমুগ্ধকেশঞ্চ মুণ্ডমালা-বিভূষিতম্। জটাভার-লসচ্চন্দ্র-খণ্ডযুগ্রং অবন্নিভম্ ।

পূজার মন্ত্রঃ- ওঁ মহাকালভৈরবায় নমঃ। মূলমন্ত্র-হৎ ক্ষোৎ যাং রাং লাং বাং ক্রোং মহাকালভৈরব সর্ব্ববিমান্ নাশয় নাশব হ্রীং শ্রীং ফট্ স্বাহা। মহাকালের পূজা করিয়া পুনর্ব্বার পঞ্চোপচারে কালীর পূজা করিতে হয়।

|| গঙ্গামার ধ্যান ||

গঙ্গামার ধ্যান
Belur math

ধ্যানমন্ত্রঃ-  ওঁ সুরূপাং চারুনেত্রাঞ্চ চন্দ্রাযুতসমপ্রভাম্। চামরৈব্বীজ্যমানান্ত শ্বেতচ্চত্রোপশোভিতাম্।সুপ্রসন্নাৎ সুবদনাং করুণার্জ-নিজান্তরাম্। সুধাপ্লাবিত ভূপৃষ্ঠা-মাদ্রগন্ধানুলেপনাম্। ত্রৈলোক্যনমিতাৎ গঙ্গাৎ দেবাদিভিরভিই তাম্।। পুজার মন্ত্র-ও গঙ্গায়ৈ নমঃ। বীজমন্ত্র-গাং। 

মূল মন্ত্রঃ- গাৎ গঙ্গায়ৈ বিশ্বমুখ্যায়ৈ শিবামৃতায়ৈ শান্তিপ্রদায়িন্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ।

পূজার মন্ত্রঃ- ওঁ নমো নারায়ণ্যৈ দশহরায়ৈ গঙ্গায়ৈ নমো নমঃ, ওঁগঙ্গায়ৈ দেব্যৈ নমঃ।

প্রণাম মন্ত্রঃ- ওঁ সদ্যঃ পাতকসংন্ত্রী সন্ধেম্মাদুঃখবিনাশিনী। সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈল্প পরমা গতিঃ।

|| মাতুলসীর ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ- ওঁ ধ্যায়ে দেবীং নবশশিমুণীং পঞ্চবিম্বাধরোধীম্, বিস্তোতন্তীৎ কুচযুগভরানম্রকল্পাঙ্গযষ্টিম্। ঈষদ্ধান্তাৎ ললিতবদনাৎ চন্দ্রসূর্যাগ্নিনেত্রাম্, শ্বেতাঙ্গীৎ তামভয়বরদাং শ্বেতপদ্মাসনস্থাম্॥

পূজার মন্ত্রঃ- ওঁ তুলসীদেব্যৈ নমঃ। তুলসীবৃক্ষে হরির পূজাও হয়। যন্ত্র, যথা-“ওঁ হররে নমঃ”।

তুলসী-স্নান মন্ত্রঃ-  ওঁ গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্। আপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তিপ্রদায়িনীম্।।

প্রণাম মন্ত্রঃ- ওঁ বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবন্ত চ। বিষ্ণুভক্তিপ্রদায়িন্তৈ সত্যবত্যৈ নমো নমঃ॥

|| রামের ধ্যান ||

lored-ram

ধ্যানমন্ত্রঃ- ওঁ কোমলাঙ্গং বিশালাক্ষ-মিন্দ্রনীল-সমগ্র দম্। দক্ষিণাংশে দশরণং পুত্রাবেষ্টন-তংপরম্। পৃষ্ঠতো লক্ষ্মণং দেবং সচ্ছত্রং কনক প্রভম্ ।। পার্শ্বে ভরতশত্রুয়ৌ তালবৃন্ত-করাবুভৌ। অগ্রে ব্যগ্রৎ হনুমন্তং রামানুগ্রহকাঙ্ক্ষিণম্ ॥

পূজার মন্ত্রঃ- ওঁ শ্রীরামচন্দ্রায় নমঃ। বীজমন্ত্র-রাং। বাহন-হনুমান, ইহার পূজার মন্ত্র-ওঁ হনুমতে নমঃ।

প্রণাম মন্ত্রঃ- প্রণাম মন্ত্র

|| সীতার ধ্যান ||

ram-sita

ধ্যানমন্ত্রঃ- ওঁ নীলান্তোজ-দলাভিরাম-নয়নাং নীলাম্বরালঙ্কতাৎ, গৌরাঙ্গীৎ শরদিন্দু-সুন্দরমুখীৎ বিস্মের-বিস্বাধরাম্। কারুণ্যামৃতবর্ষিণীৎ হরিহরব্রহ্মাদিভিবন্দিতাৎ, ধ্যায়েৎ সর্ব্বজনে স্পিতার্থফলদাৎ রামপ্রিয়াং জানকীম্।।

পূজার মন্ত্রঃ- ওঁ সীতায়ৈ দেব্যৈ নমঃ। বীজমন্ত্র-সীং।

প্রণাম মন্ত্রঃ- ওঁ দ্বিভুজাং স্বর্ণবর্ণাভাং রামালোকন-তৎপরাম্। শ্রীরাম-বনিতাৎ সীতাৎ প্রণমামি পুনঃ পুনঃ।।

|| গুরুর ধ্যান ||

gurur-dhyan

ধ্যানমন্ত্রঃ-  ওঁ ধ্যায়েচ্ছিরসি শুক্লাজে দ্বিনেত্রং দ্বিভুজং গুরুম্। শ্বেতাম্বর পরীধানং শ্বেত মাল্যান্ডলেপনম্। বরাভয়করং শান্তং করুণাময় বিগ্রহম্ ॥ বামেনোৎপলধারিণ্যা শ্যালিঙ্গিত বিগ্রহম্। স্মেরাননং সুপ্রসন্নং সাধকাণ্ডীষ্টদায়কম্।।

পূজার মন্ত্রঃ-  ওঁ শ্রীগুরবে নমঃ। বীজমন্ত্র। – ঐং।

প্রণাম মন্ত্রঃ-  ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্। তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্ত জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ।। গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবো মহেশ্বরঃ। গুরুঃ সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।

|| ব্রহ্মার ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ- ওঁ ব্রহ্মা কমণ্ডলুধর শুতুব ক্র শ্চতুর্ভুজঃ। কদাচিদ্রক্ত-কমলে হংসারূঢ়ঃ কদাচন।। বর্ণেন রক্তগৌরাঙ্গঃ প্রাংগুস্তঙ্গাঙ্গ উন্নতঃ। কমণ্ডলুর্বমিকরে ক্রবো হস্তে তু দক্ষিণে।। দক্ষিণাধস্তণা মালা বামাধশ্চ তথা ক্রচা। আজ্যস্থালী বামপার্শ্বে বেদাঃ সর্ব্বেহগ্রতঃ স্থিতাঃ ।। সাবিত্রী বামপার্শ্বস্থা দক্ষিণস্থা সরস্বতী। সর্ব্বে চ ঋষয়োহাগ্রে কুৰ্য্যাদেভিশ চিন্তনম্।।

পূজার মন্ত্রঃ-  ওঁ ব্রহ্মণে নমঃ। বীজমন্ত্র-ব্রৌং।

প্রণাম মন্ত্রঃ- ওঁ চতুর্ব্বদনসম্মস্থ-চতুর্ব্বেদ কুটুম্বিনে। দ্বিজানুষ্ঠের সৎকৰ্ম্ম-সাক্ষিণে ব্রহ্মণে নমঃ ।।

|| গোপালের ধ্যান ||

gopal

ধ্যানমন্ত্রঃ- ওঁ পঞ্চবর্ষ-মতিদৃপ্তমঙ্গনে ধাবমান মতিচঞ্চলেক্ষণম্। কিঙ্কিণীবলয়হার নূপুবৈ-রঞ্চিতং নমত গোপবালকম্ ।।

পূজার মন্ত্রঃ- ওঁ গোপালার নমঃ। বীজমন্ত্র-ক্লীং।

মূলমন্ত্রঃ- গোপালায় স্বাহা।

প্রণাম মন্ত্রঃ-  ওঁ নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দনম্। গোপিকানয়নানন্দং গোপালং প্রণমাম্যহম্।।

|| শ্রীকৃষ্ণের ধ্যান ||

srikirishna

ধ্যানমন্ত্রঃ- ওঁ স্বরে বৃন্দাবনে রম্যে মোহরন্ত মনারতম্।গোবিন্দং পুণ্ডরীকাক্ষং গোপকণ্ঠাঃ সহস্রশঃ।আত্মনো বদনান্তোজে প্রেরিতাক্ষিমধুব্রতাঃ। পীড়িতাঃ কামবাণেন চিরমাশ্লেষণোৎসুকাঃ। মুক্তাহার-লসৎসপীন তুঙ্গস্তন ভরানতাঃ। শ্রস্ত ধম্মিল্ল-বসনা মদস্খলিত-ভাষণাঃ। দন্তপঙ্ক্তি প্রভোন্তাসি স্পন্দমানাধরাঞ্চিতাঃ। বিলোভয়ন্তী-বিবিধৈ-বিভ্রমৈর্ভাবগতিতৈঃ। ফুল্লেন্দীবর কান্তি-মিন্দুবদনৎ বর্হাবতংসপ্রিয়ম্। শ্রীবৎসাঙ্কমুদার কৌস্তভধরৎ পীতাম্বরং সুন্দরম্। গোপীনাং নয়নোৎপলার্জিত-তনুৎ গো-গোপ-সংঘাবৃতম্। গোবিন্দং কমলবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষং ভঙ্গে॥

পূজার মন্ত্রঃ- ওঁ শ্রীকৃষ্ণায় নমঃ। বীজমন্ত্র-ক্লীং।

মূলমন্ত্রঃ- ক্রীং গোপীজনবল্লভায় স্বাহা। প্রণাম মন্ত্র-বিষ্ণুর ন্যায়।

|| রাধিকার ধ্যান ||

Radhika Dhyan

ধ্যানমন্ত্রঃ-  ওঁ অমল-কমল-কান্তিং নীলবন্ত্রাৎ সুকেশীং, শশধর-সম-বক্তাং খঞ্জনাক্ষীং মনোজ্ঞাম্। স্তনযুগ-গত-মুক্তা দামদীপ্তাং কিশোরীং, ব্রজপতি-সুতকান্তাৎ রাধিকা-মাশ্রয়েহহং।।

পূজার মন্ত্রঃ-  ওঁ শ্রীরাধিকায়ৈ দেব্যৈ নমঃ। বীজমন্ত্র-রাং।

প্রণাম মন্ত্রঃ- ওঁ নবীনাং হেমগৌরাঙ্গীং পূর্ণানন্দবতীৎ সতীম্। বৃষভানুহুতাৎ দেবীং বন্দে রাধাৎ জগৎপ্রস্থম্।।

|| ষষ্ঠীর ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ-  ওঁ দ্বিভুজাৎ হেমগৌরাঙ্গীং রত্নালঙ্কার ভূষিতাম্। বরদাভয়হস্তাঞ্চ শরচ্চন্দ্র নিভাননাম্। পট্টবস্ত্র-পরীধানাং পীনোন্নত-পয়োধরাম্। অঙ্কার্পিতসুতাং ষষ্ঠীমখুঙ্গস্থাৎ বিচিন্তয়েৎ।।

পূজার মন্ত্রঃ- ওঁ যজ্ঞীদেব্যৈ নমঃ। বীজমন্ত্র-যং। বর্তী-দেবসেনাপতি কার্তিকেয়ের স্ত্রী, এইজন্য ইহার অপর নাম দেবসেনা। ইহার বাহন মার্জার এবং বটবৃক্ষ ইহার প্রিয়।

প্রণাম মন্ত্রঃ-  ওঁ জয় দেবি জগন্মাত-জগদানন্দকারিণি। প্রসীদ মম কল্যাণি নমস্তে যষ্ঠি দেবিকে।।

|| মার্কণ্ডেয়ের ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ-  ওঁ দ্বিভুজৎ জটিলং সৌম্যং সুরদ্ধং চিরজীবিনম্। (মার্কণ্ডেয়ং নরো ভক্ত্য। পূজরেৎ প্রযতস্বথা)। দণ্ডাক্ষসূত্রহস্তঞ্চ মার্কণ্ডেরং বিচিন্তয়েৎ।॥

পূজার মন্ত্রঃ- ওঁ মার্কণ্ডেয়ায় নমঃ। বীজমন্ত্র-মাং।

প্রণাম মন্ত্রঃ- ওঁ চিরজীবী যথা ত্বং ভে। ভবিষ্যামি তথা মুনে। রূপবান্ বিত্তবাংশ্চৈব শ্রিয়া যুক্তশ্চ সর্ব্বদা ।। মার্কণ্ডেয় মহাভাগ সপ্তকল্পান্তজীবন। আয়ুরিষ্টার্থসিদ্ধার্থমস্মাকং বরদো ভব ।। প্রণাম ও আয়ুঃপ্রদ মহাভাগ সোমবংশসমুদ্ভব। মহাতপো মুনিশ্রেষ্ঠ মার্কণ্ডেয় নমোহস্ত তে।।

|| সত্যনারায়ণের ধ্যান ||

satyanarayan dhyan

ধ্যানমন্ত্রঃ-  ওঁ ধ্যায়েৎ সত্যৎ গুণাতীতৎ গুণত্রয়সমন্বিতৎ। লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরধরং হরিম্ ।। ইন্দীবরদলশ্যামং শঙ্খচক্রগদাধরম্। নারায়ণৎ চতুর্ব্বাহুং শ্রীবৎসপদভূষিতম্। গোবিন্দৎ গোকুগানন্দং জগতঃ পিতরং গুরুম্ ॥

পূজার মন্ত্রঃ- ওঁ সত্যনারায়ণায় নমঃ। আবরণ পূজা-ও সত্যনারায়ণন্ত আবরণবেবতাভ্যো নমঃ।

পুষ্পাঞ্জলি মন্ত্রঃ-  ওঁ নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ। পদ্মনাভায় দেবায় হৃষীকপতয়ে নমঃ। নমোহনস্তস্বরূপায় ত্রিগুণাত্মবিভাসিনে॥

প্রণাম মন্ত্রঃ- ওঁ সত্যনারায়ণং দেবং বন্দেহহং কামদং শুভম্। লীলয়া বিততং বিশ্বং যেন তস্মৈ নমো নমঃ।।

|| বাণলিঙ্গের ধ্যান ||

বাণলিঙ্গের-ধ্যান

ধ্যানমন্ত্রঃ- ওঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভম্। কামবাণান্বিতং দেবং সংসার-দহনক্ষমম্। শৃঙ্গারাধি-রসোল্লাসং ভাবয়েং পরমেশ্বরম্।।

পূজার মন্ত্রঃ- ওঁ বাণেশ্বরায় শিবায় নমঃ। বীজমন্ত্র ও মূলমন্ত্র- ঐং।

প্রণাম মন্ত্রঃ- ওঁ বাণেশ্বরায় নরকার্ণব-তারণায়, জ্ঞানপ্রদায় করুণামৃত-সাগরায়। কপূর-কুন্দ-ধবলেন্দু-জটাধরার, দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।

|| শুভসূচনীর ধ্যান ||

ধ্যানমন্ত্রঃ-  ওঁ রক্তা পদ্মচতুর্মুখী ত্রিনয়না চামীকরালঙ্কতা। পীনোতুঙ্গকুচা দুকুলবসনা হংসাধিরূঢ়া পরা। ব্রহ্মানন্দময়ী কমণ্ডলুবরাক্ষাভীতিহস্তা শিবা। ধোয়া সা শুভসূচনী ত্রিজগতামপ্যাপন্নদ্ধারিণী।।

পূজার মন্ত্রঃ-  ওঁ হ্রীং শুভসূচনীদেব্যৈ নমঃ। আবরণ পুজা-ও শুভসূচনী- দেব্যা আবরণদেবতাভ্যো নমঃ। হংসপুজা-ও হংসেভ্যো নমঃ।

প্রণাম মন্ত্রঃ-  ওঁ শুভবাঞ্ছাপ্রদে নিত্যৎ সর্বদা সুখবন্ধিনি। শুভকার্য্যেযু সর্ব্বত্র শুভৎ দেহি নমোহস্ত তে।।

|| বিশ্বকৰ্ম্মা-পূজা ||

বিশ্বকৰ্ম্মা-পূজা

আশ্বিন মাসের সংক্রান্তিতে (ভাদ্রমাসের শেষ দিনে) কর্ম্মকার, সূত্রধর প্রভৃতি গণ এই পূজা করিয়া থাকে।

ধ্যানমন্ত্রঃ- ওঁ দংশপাল মহাবীর সুচিত্র-কর্মকারক। বিশ্বকৃঢ় বিশ্বযুচ্চ ত্বৎ রসনা-মানদণ্ডধুক্।

পূজার মন্ত্রঃ- ওঁ বিশ্বকৰ্ম্মণে নমঃ। বীজমন্ত্র:-বিং। আবাহনে – ওঁ বিশ্বকৰ্ম্মন্ ইহাগচ্ছ।

প্রণাম মন্ত্রঃ- শিল্পাচার্য্য মহাভাগ দেবানাং কার্য্যসাধক। বিশ্বকৰ্ম্মন্ নমস্তুভ্যং সর্ব্বাভীষ্ট প্রদায়ক।।

সমাপ্ত